আজ,
চাঁদের মধ্যে তোর মুখটা আঁকা,
খুব সেজেছিস - খুব সুন্দর -
চাঁদ দেখাতেই তোর সঙ্গে দেখা ,

টিপ পরেছিস লাল সুন্দর গোল -
চাঁদের সাথে ঠিক মিলে যায় -
তোর মুখের ঐ চাঁদপানা আদল,

তোর মায়াবী কাজল কালো চোখ -
টানছে আমায় জাদুর টানে -
এ যেন কোন ইশারা অমোঘ,

তোর জোৎস্নার চাহনিটা যেন -
বলতে যে চায় অনেক কথা
শুনতে আমি এতো ব্যকুল কেন !

তোর ললাটের চন্দন আঁকা ছবি -
বিশ্বকর্মার তুলি যেন -
মন হতে চায় তোর জন্যে কবি ,

ঠোঁট দুটো তোর লাল দোপাটি দল -
ফুটতে গিয়েও অর্ধফোটা -
বলবি কথা আমার কানে বল ,

তুইতো আমার চন্দ্রমূখী সোনা -
তোর জন্যেই তারার মালা -
আকাশভরা নকশীকাঁথা বোনা ,

তোর গ্ৰীবাতে হংসগ্ৰীবার টান -
তুইতো আমার - শুধু আমার -
তোর জন্যেই আজো বেঁচে প্রাণ ।