বেশী কথা বোলো নাতো -
যা বলো - তার মানে জানো ?
বাংলা অভিধানে কোথায় আছে জানো ?
জানো না -

বলতো সাম্প্রদায়িক মানে কি ? বানান কি ?
জানো না তো ?
তাই শুধু - মুখে বলতেই জানো -
সবাই বলতে জানে - বানানটা জানে না-
যারা বলতে জানে - বানানটা জানে - মানে জানে -
তারা উচ্চারন করে না - করতে চায় না -

যারা বানানটা জানে না - মূর্খ -
তারাই আওয়াজ করে করে বলে -

আর যারা বানান জেনেও উচ্চারন করে -
শব্দটাকে ব্যবহার করে -
শব্দটাকে কাজে লাগায় তাদের ব্যক্তিগত স্বার্থে -
একান্ত কিছু পাওয়ার স্বার্থে -
মানুষে মানুষে লড়াই বাধানোর স্বার্থে -
কিছু ক্ষমতার স্বার্থে -
আর -
নিজেদের মধ্যে লড়াই করে মরা -
বোকা মানুষগুলোর কোঁচর থেকে -
তার শেষ সম্বলটুকু -
নিঃশব্দে লুকিয়ে হাতানোর স্বার্থে ,

বোকাগুলো বানান জানেনা - জানতে চায় ও না -
শুধু ক্ষেপতে জানে -
ব্যবহার হতে জানে -
বানান জানা শয়তানগুলোর
হাতের পুতুল হতে জানে -

বানানটা শিখতে জানে না - শিখতে চায় ও না -

যেদিন শিখবে -
আর শব্দটাকে উচ্চারন করবে না -
ব্যবহার করবে না -
লড়াই হবে না -

শয়তানগুলো হাত কামড়াবে -

কি মজা ! কি মজা - !

##########