যে আমাকে পাগল ভাবে ভাবুক,
আমি জানি পাগল আমি নয় -
তোর দরজায় আসি ঘুরে ফিরে
তোকে দেখার ইচ্ছে বড্ড হয় ,
লোকে আমায় পাগল ভাবে ভাবুক,
তাতে আমার যায়না কিছু এসে -
তোকে দেখা রোজ- সুর্যি দেখার মতো
রোজ সকালে আসিস কেমন হেসে !
সবাই আমায় পাগল ভাবে ভাবুক -
কেউ জানেনা - তোকে দেখার সুখ,
মনটা সবার আমার মতো নাকি ?
তোকে দেখেই ভরে আমার বুক,
আমি পাগল তাতে ওদের কি ?
ওরা কি কেউ জানে আমার কথা !
তুই যে আমার সর্ব অঙ্গে মাখা -
তুই যে আমার সারাজীবনের মিতা !
ওরা আমায় পাগল ভাবে ভাবুক -
তোর তো মনের মণিকোঠায় বাস ,
রোজ সকালে তোর ডাকেতে জাগি -
তোর আদরে ঘুমাই বারো মাস ,
যারা আমায় পাগল ভাবে ভাবুক -
আমি জানি তুই তো আমার সব -
তুই তো আমার নিত্যদিনের বাঁচা,
তুই তো আমার সত্যি অনুভব !
যেদিন আমি সত্যি পাগল হবো -
তুই কি তখন পারবি থাকতে ঘরে !
ছুটবি তখন পাগলী খ্যাপা হয়ে -
খুঁজবি আমার প্রতি দোরে দোরে !
সেদিন আমি সত্যি পাগল হবো -
শিকল কেটে আসবি যেদিন পাশে -
দুই পাগলে ধাইবো পাগলপারা -
মেলবো ডানা অজানা আকাশে !
তখন সবাই বলে পাগল বলুক -
তাতে মোদের কিই বা এসে যায় !
ভুবন জুড়ে পাতবো সোনা মাখা -
ছোট্ট কুটির সন্ধ্যা তারার গায় ।।
##############