*** জয় শ্রীরামকৃষ্ণ ***
ফুটলো তারা নীলগগনে
ভরলো আলোয় কামারপুকুর
জগৎ হোলো পবিত্র আজ
ধরায় এলো প্রাণের ঠাকুর -
অপূর্ব তার দেহের জ্যোতি
দিব্যহাসি ভরা মুখ
আলো করে মায়ের কোলে
দেখলে যেন ভরে বুক -
ধন্য হোলো কামারপুকুর
বাজে শোনো আনন্দসুর -
সেই সে বালক গদাধর
পূজারী 'মা' র দক্ষিণেশ্বর
শ্রীরামকৃষ্ণ নামে তাকে
পূজে বিশ্বচরাচর -
কথামৃত বাণী তে তার
শুদ্ধ মানব অন্তঃপুর -
পরমহংস শ্রীরামকৃষ্ণ
কল্পতরু ভগবান
সর্বধর্ম স্বরূপিণে
লহ কোটি কোটি প্রণাম -
অন্তরে বিরাজ তুমি
তাইতো জীবন এত মধুর ।।
*********তন্ময় *****06/12/16 ***