*** তুই কথা দে ***
** তন্ময় দে বিশ্বাস **
যদি অমায় সূর্য হতে বলিস
তোকে রোদ্দুর হতে হবে -
আমাকে সাগর ভাবিস যদি
তুই তটিনী হোস তবে,
আমি পাহাড় যদি হই
তুই ঝর্ণা হয়ে ঝরবি
আমি অরণ্য হই যদি
তুই দাবানল হয়ে জ্বলবি -
যদি মেঘ আমাকে ভাবিস
তুই বৃষ্টিধারা হবি
যদি ক্যানভাস আমি হই -
তুই রঙ তুলি আর ছবি ,
আমি যদি হই রে মাঠের ঘাস
তুই শিশির হয়ে পড়িস
কখনো ঘুমিয়ে পড়লে ভেঙে
তুই স্বপ্ন হয়ে গড়িস ,
যদি হই সাতরঙা রামধনু
তুই গগন হবি পুবে-
যদি সন্ধ্যারবি হই
তুই দিগন্ত হোস তবে,
যদি আকাশ আমি হই
তুই হবি রে শুকতারা -
বাউল আমি যখন
তুই আমার একতারা,
যদি রাত্রি আমি হই
তুই হবি ইমন রাগ
যদি আদর আমি হই -
তুই হোস তবে সোহাগ,
যদি আগুন আমি হই
তুই হবি অনল শিখা
আমি অসীম হব যবে
তুই হবি রে শেষ রেখা,
আমি উদাস প্রেমিক হলে
তুই হোস রে আমার মন
আমি বিত্ত গোলায় যদি
তুই তখন আমার ধন,
আমি আনন্দ হই যদি
তুই সুখের কথা বলিস -
যদি দুঃখ আমি হই
তুই কান্না হয়ে গলিস ।।