এক এক করে পার হয়ে যায়
জীবনের তরী বাওয়া
সেই তরীতেই মনে পড়ে যায়
অতীতের গান গাওয়া,
যা গেছে তা চিরতরে গেছে,
হারানো আনন্দ ব্যথা
আজ থেকে তাই দেখবো সমুখে,
বলবো নাবলা কথা
মাখবো নতুন ভাবনা শরীরে,
সাজবো নতুন সাজে
মানুষের মতো মাথা উঁচু করে
দাঁড়াবো সবার মাঝে
কে আছো বন্ধু মেলাবেকি হাত,
আমিতো বাড়িয়ে আছি
একবার চলো সবকিছু ভুলে
বাঁচার জন্যে বাঁচি ।