*** শুধু তোর জন্যে ***
* তন্ময় দে বিশ্বাস *
শুধু তোর জন্যে -
শুধু তোর জন্যে আমি
বৃষ্টিতে ভিজতে চাই ততক্ষন -
যতক্ষন না ভিজতে ভিজতে ভিজতে ভিজতে -
আমার শরীরে কাঁপুনি ধরে-
সমস্ত রক্ত ধমনী শিরায় জমে-
আমি নিথর হয়ে যাই -
শুধু তোর জন্যে -
শুধু তোর জন্যে আমি
রোদ্দুরে পুড়তে চাই ততক্ষন -
যতক্ষন না পুড়তে পুড়তে পুড়তে পুড়তে -
আমার সারা শরীর কালো হয়ে যায়-
সমস্ত চামড়া খসে খসে পড়ে -
আমি নিস্প্রান হয়ে যাই -
শুধু তোর জন্যে -
শুধু তোর জন্যে আমি -
সমুদ্রে সাঁতার কাটতে চাই ততক্ষন-
যতক্ষন না সাঁতার কাটতে কাটতে কাটতে কাটতে -
আমার সারা শরীর অবশ হয়ে যায় -
শিথিল শরীরে আমি সলিল সমাধি হয়ে যাই -
শুধু তোর জন্যে -
শুধু তোর জন্যে আমি -
অনন্ত পথ হাঁটতে চাই ততক্ষন -
যতক্ষন না হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে -
আমি মুখ থুবড়ে পড়ে যাই -
অলস শরীরে অসীম পথে
আমি পাথর হয়ে যাই -
শুধু মাত্র তোকে -
তোকে আমি ভালোবাসতে চাই ততক্ষন -
যতক্ষন না তোকে
ভালোবাসতে বাসতে বাসতে বাসতে -
আমি নিজেকে ভুলে যাই -
জীবনের শেষ দিন পর্যন্ত -
আমি পাগল হয়ে যাই -
শুধু তোর জন্যে .....