*** এসো প্রেম ***
** তন্ময় দে বিশ্বাস **
জীবনে যত প্রেম দিয়েছো বিধাতা
আঘাত দিয়েছো তার শতেক গুন,
তবুও প্রেমমালা গেথেছি বারবার-
বিরহ পারেনি তার ঝরাতে খুন,
প্রেমেতে আছে যে গভীর গভীরতা
জানে সেজন যে ভালোবাসে -
আঘাত হানে যে ক্ষনেক বেদনা -
সহন করি তায় - কি যায় আসে,
ভালো যে বেসেছে, সেজন জেনেছে
আসবে আঘাত কত নিদারুন -
তবুও প্রেমমালা গেথেছি বারবার-
বিরহ পারেনি তার ঝরাতে খুন ,
কজনার আছে এই ভালোবাসার মন
কজনা পারে দিতে প্রেমধারা
কজনা পায় সেই উদার ভালোবাসা -
কজনা বোঝে কিদুখ সাথীহারা -
প্রেমেতে আছে যে সকল হারানো সুখ
সেজানে যে প্রেম সুখে ভাসে -
আঘাত আসে যায়, ভালোবাসা না ফুরায়-
জীবন ভরে ওঠে ফুলবাসে -
ভালো যে বেসেছে সেজন চিনেছে
প্রিয়ার আঁখিজল সকরুন -
তবুও প্রেমমালা গেথেছি বারবার -
বিরহ পারেনি তার ঝরাতে খুন ।।