*** নেড়ুদা ***
তন্ময় দে বিশ্বাস
ঐ দেখা যায় একটু দূরে
বাবলা গাছের সারি !
ওর পিছনের ঐ কুঁড়েটাই,
গ্ৰেট নেড়ুদার বাড়ি,
ভরা সংসার খেতে বারোজন,
নেড়ুদা মিস্ত্রি ভালো
একমুখ দাড়ি,কাঁধে ঝোলা ব্যাগ,
গাত্রবর্ণ কালো
মুখেতে সদাই লেলিনের বুলি,
কথা বলে চোখ মুদ্দে -
গায়ে ঢিলেজামা পায়ে ছেঁড়াচটি -
নেড়ুদা চলেছে যুদ্ধে-
আহারে নেড়ুদা চলেছে যুদ্ধে -
কাজ তার শুধু লোক জড়ো করা
কার কবে গাড়ি ছাড়ে
ভরালে ব্রিগেড ভোটের পরেই
চাকরি কে তার মারে !
কখনো এ দল কখনো ও দল
স্বপ্নটা মারে উঁকি
উদয় অস্ত চিন্তা মস্ত
সুখি সংসার আঁকিবুঁকি
যেখানেই ভিড় নেড়ুদা হাজির
মুখ দিয়ে ঝরে বিদ্দে -
গায়ে ঢিলেজামা পায়ে ছেঁড়াচটি -
নেড়ুদা চলেছে যুদ্ধে-
আহারে নেড়ুদা চলেছে যুদ্ধে -
কালোটাকা নিয়ে চুল ছিঁড়ে মরে
আবাল বৃদ্ধ বনিতা
পাঁচশ হাজার যত আছে নোট
সবকটাই কি কালো তা !
উল্টে পাল্টে কালো খুঁজে নেড়ু
মারলো টুসকি টস
কষ বেয়ে তার হোলো ধারাপাত
লালাগ্ৰন্থির রস
অবশেষে বলে মেশিন বলবে
বক্র এটা না সিদ্দে -
গায়ে ঢিলেজামা পায়ে ছেঁড়াচটি -
নেড়ুদা চলেছে যুদ্ধে-
আহারে নেড়ুদা চলেছে যুদ্ধে -
ঘরেতে আকাল নেই চাল ডাল
ভ্রুক্ষেপ নেই কোনো
দেশ উদ্ধারে নেড়ুদা সজাগ
জুড়ি নেই তার জেনো
বড় রাস্তায় মৌন মিছিল
চিনেতে চলেছে গুলি
দেশেতে হচ্ছে কত কামদুনি
কারো মুখে নেই বুলি,
নেড়ুদা বোল্লো এসব ই বানানো
বলেছে আমায় বুদ্ধে -
গায়ে ঢিলেজামা পায়ে ছেঁড়াচটি -
নেড়ুদা চলেছে যুদ্ধে-
আহারে নেড়ুদা চলেছে যুদ্ধে -
কত শত কত নেড়ুদা এখনো
রয়েছে রাস্তা জুড়ে
কখনো দিদি কখনো দাদা
নেতাদের পিছু ধরে
এদের ঘাড়েই রেখে বন্দুক
দাদা করে দাদাগিরি
নেড়ুদার যবে আক্কেল হবে
ছুটে যাবে নেতাগিরি
সেই দিনটার বেশী দেরী নেই
বলছে চা ওলা মিদ্দে -
গায়ে ঢিলেজামা পায়ে ছেঁড়াচটি -
নেড়ুদা চলেছে যুদ্ধে-
আহারে নেড়ুদা চলেছে যুদ্ধে -