*** রূপসী ***
* তন্ময় দে বিশ্বাস *
রূপসী তুই যাসনা কোথাও আমার কাছে বোস
লাগবে গায়ে ঠান্ডা হাওয়া মেজাজ হবে খোশ,
এদিক ওদিক ঘুরলে কেবল রঙটা হবে কালো
আয়নাতে মুখ দেখতে তখন লাগবে নাকো ভালো
মাখবি মুখে ফেস পাউডার ফরসা হওয়া ক্রীম
রোদ চশমা পরবি- লাগবে- বম্বে হিরোইন
তুই আমার কাছে থাক, তোর রঙটা ধরে রাখ -
তোকে আমি ভালোবাসি নেই কোনো রাখঢাক-
তোর জন্য আনবো আমি বিষ্ণুপুরের শাড়ী
পরবি যখন লাগবে তোকে ডানাকাটা পরী
মাখবি মাথায় জবাকুসুম কপালে কুমকুম
বিনুনীটা দুলবে বুকে কাড়বি সবার ঘুম
পরবি জুতো এক ইঞ্চি হিল চলবি ঘুরেফিরে
আসবে যারা গায়ের কাছে টানবি কাছা ধরে,
তুই আমার কাছে থাক, তোর রূপটা ধরে রাখ-
তোকেই আমি ভালোবাসি, করবো বেটার হাফ,
মেলায় যাবি আমার সাথে কিনবি কাঁচের চুড়ি
বরফ খাবি, ফুচকা খাবি রূপসী সুন্দরী
তোর জন্যে বানাবো এক ছোট্ট রঙীন ঘর -
সাজবি রে তুই নতুন কনে, সাজবো আমি বর
তোর জন্যে কাটবো টিকিট চড়বি রেলের গাড়ি
হনিমুনে নিয়ে যাবো দার্জিলিং আর পুরী
তূই আমার কাছে থাক, তোর যৌবন ধরে রাখ
তোকেই আমি করবো বিয়ে - দিচ্ছি কথা সাফ ।।