**প্রশ্ন **

** তন্ময় দে বিশ্বাস **

কলমের নিব থেকে চুঁয়ে-
একফোঁটা কালি, লেগে যায় -
সাদা জামার বুক পকেটে ,

জামাটা বাতিল করে ,
ফেলে দিই ধোপার বাস্কেটে -

সমাজ যে কালি রোজ ছিটোচ্ছে মুখে -
হাজার ধুলেও , মোছা যাবেনা সে কালি জানি -

তবুও , কি করে রোজ নতুন হয়ে দাঁড়াই ,
আয়নার সামনে !

একটা কালামুখো প্রশ্ন -
ভিতর থেকে তাড়া করে রোজ ।।