*** আঁধার আমার আঁধার ***
                                          তন্ময় দে বিশ্বাস

দিনকে বললাম - আমায় আলো দাও,
তোমার আলো সারা গায়ে মেখে -
আমি আলোকস্নান করবো,

দিন পাঠালো, সূর্যের কাছে -
সূর্য দিলো আলো - সুর্যকিরন,
প্রখর কিরনে ঝলসে গেলাম -
আমার সূর্যস্নান হোলোনা,

সূর্য - আমি আলো চেয়েছিলাম-
এতো উষ্ণতা আমার সহ্য হয় না,

রাত্রির কাছে গেলাম - বললাম-
তোমাতে স্নান করবো -
রাত্রি পাঠালো পূর্ণিমার কাছে -

পূর্ণিমার চাঁদ - আলোকিত চারিদিক -
আমি গায়ে জোৎস্না মাখলাম,
হঠাৎ - মেঘ এসে ঢেকে দিলো চাঁদ -
আলোর পথে অনেক বাধা -
আমার চন্দ্রস্নান হোলো না ,

রাত্রির কাছে গেলাম আবার -
রাত্রি পাঠালো - অমাবশ্যার কাছে ,

চারিদিকে জমাট অন্ধকার -
সারা গায়ে অন্ধকার মেখে -
আমি ছুটে গেলাম প্রান্তরে -
অপ্রতিরোদ্ধ অন্ধকারে -

নিকষ কালো গাঢ় অন্ধকার -
আস্তে আস্তে আঁধার সরে গেলো চোখ থেকে -
দেখলাম দূর - আরো দূর পর্যন্ত -
সব দেখতে পাচ্ছি আমি - পরিস্কার,

অন্ধকারে কোনো বাধা নেই -
উন্মুক্ত প্রান্তরে - আমি একা -

নিজের চোখ থেকে দেহ থেকে উৎসারিত আলোয়
সব পরিস্কার দেখা যায় -
উঁচু - নীচু - বন্ধুর প্রান্তর সযত্নে পার হতে পারি -

অন্ধকারে কোনো বাধা নেই - বাধা থাকে না -
অন্ধকারেই প্রতিভাত হয় আপন আলো -
অনুভূত হয় আপন সত্ত্বা -

চলতে চলতে পূব আকাশটা
আবার লাল হতে থাকলো -
একটা রাত্রির অবসান -
একটা অন্ধকারের সমাপ্তি -

বিদায় অন্ধকার - বিদায় রাত্রি -
আমি আবার আসবো - বার বার -
নিজের আলোয় পথ চলতে -
আবার আসবো আমি ------।।