*** আকুতি ***
* তন্ময় দে বিশ্বাস *
দুয়া বলতো , চাঁদের ভিতর কদম গাছ আছে -
তার ডালে শ্রীকৃষ্ণ বসে বাঁশী বাজায়,
গাছের গোড়ায় বসে চরকাবুড়ি চরকায় সুতো কাটে,
ওগুলো চাঁদের কলঙ্ক নয়, গাছের ছায়া -
খেলনা দূরবিন দিয়ে চাঁদটাকে কাছে - আরো কাছে এনে
খুঁজতে চেয়েছি সেই কদম গাছ - শ্রীকৃষ্ণ -
চরকাবুড়ি - চরকা - সুতো -
তারা ধরা দেয়নি আমার কাছে -
আতসকাঁচে রোদ ফেলে - কাগজ পুড়িয়ে -
এঁকেছি কত কত মুখ - ছবি,
নক্ষত্রভরা আকাশে রোজ খুঁজেছি কালপুরুষ - সপ্তর্ষিমন্ডল,
সরল রেখায় জুড়ে - বারবার খুঁজে পেয়েও -
তাদের হারিয়েছি আরো অনেক বার -
ভূগোলের ম্যাপ জুড়ে - তন্নতন্ন করে খুঁজেছি -
তেপান্তরের মাঠ - সাত সমুদ্র - তেরো নদী,
সাপের মাথার মনি খুঁজতে, বারবার ছুটে গেছি -
বেদে - সাপুড়েদের আস্তানায় -
ক্রীসমাস রাতে- বালিশের পাশে নিয়ে শুয়েছি - মোজা,
সান্টার উপহারের আশায় কেটেছে বিনীদ্র রজনী ,
চাঁদ - কালপুরুষ - তেপান্তর - সান্টা - চরকাবুড়ি -
মনের মনিকোঠায় তোমরা জেগে থেকো -
ঘুমিওনা কক্ষনো -
এই রুঢ় কঠিন বাস্তব - তোমাদের জন্যে নয় -
তোমরা বাঁচতে পারবেনা এখানে,
মন - তুমি থাকো শিশু হয়ে,
কল্পনা - তুমি থাকো স্বপ্ন হয়ে ,
বাস্তব - তুমি থাকো শক্তি হয়ে -
ভেঙে যেওনা কখনো -
আমি আর বড়ো হতে চাই না ।।