*** তোমারা ঘুমিয়ে থাকো***
তন্ময় দে বিশ্বাস
তোমরা ঘুমিয়ে থাকো -
হাজার হাজার গরীব শিশু পায়না খেতে -
তোমার টাতো আছে ভালোই দুধেভাতে -
তোমরা ঘুমিয়ে থাকো -
বস্তিগুলো জ্বলছে রোজ ই দাউ দাউ দাউ -
চিৎকার টা লাগছে কানে হাঁউ মাঁউ খাঁউ -
তোমরা ঘুমিয়ে থাকো -
বর্ডারেতে করছে গূলি পাকিস্তানি -
ভাবছো মনে - আমাকেতো টাচ করেনি -
তোমরা ঘুমিয়ে থাকো -
হচ্ছে রোজ ই রাস্তাঘাটে খুন ধর্ষন -
ভাবছো তুমি , তোমারটা তো বাচ্ছা এখন -
তোমরা ঘুমিয়ে থাকো -
দেশের নেতা ঘুসখোর আর কালোবাজারি -
এসব নিয়ে ভেবে বৃথাই মাথাভারী -
তোমরা ঘুমিয়ে থাকো -
কতো চাল ডাল পচছে F C I গোডাউনে -
বাজারেতে এসব কিছুর দাম আগুনে -
তোমরা ঘুমিয়ে থাকো -
অফিসেতে লোক নেই কেউ কথা শোনার -
জয়ললিতা লোক রেখেছে জুতো গোনার -
তোমরা ঘুমিয়ে থাকো -
দেশটাকে রোজ করছে নরক মৌলবাদী -
ভোট হারানোর ভয়ে তুমি সাম্যবাদী -
তোমরা ঘুমিয়ে থাকো -
কারখানাতে ঝুলছে তালা বেকার সবাই -
তোমার কি তা - জুটছে রোজ ই মন্ডা মিঠাই -
তোমরা ঘুমিয়ে থাকো -
ব্যেশ্যাখানায় নতুন মুখের ছড়াছড়ি -
চলছে তোমার ড্রয়িং রুমে দাদাগিরি -
তোমরা ঘুমিয়ে থাকো -
পাশের বাড়ী বোমের আঁতুর ভারনালেবল -
তোমার কি ভয়, দরজায় গেট কোলাপসিবল -
তোমরা ঘুমিয়ে থাকো -
মনিপুরে নগ্ন মিছিল দুর্গা হাঁটে -
দোলাও তুমি পা দুটো বেশ বসে খাটে -
তোমরা ঘুমিয়ে থাকো -
পাশের বাড়ির মেধাবীটা জেহাদী আজ -
ছোট্ট থেকে ভুখা চোখে নগ্ন সমাজ -
তোমরা ঘুমিয়ে থাকো -
রাস্তায় ভুখা জনমজুরের খাদ্য দাবী -
এ্যকাডেমিতে প্রদর্শিত হচ্ছে ছবি -
তোমরা ঘুমিয়ে থাকো -
অশিক্ষাতে ধুঁকছে মানুষ দেশের বালাই -
তোমার মগজ তুমি জানো বুদ্ধি বোঝাই -
তোমরা ঘুমিয়ে থাকো -
রেশনেতে এক কিলো চাল - দাম দু টাকা -
সাতাশ টাকা ভর্তুকি তাও তোমার টাকা -
তোমরা ঘুমিয়ে থাকো -
তাই -বলবো যত বাড়বে ততো কষ্ট ভরা -
ভুলে যাবে কালকে ভোরেই আমার ছড়া -
ভোর হয়েছে , এখনো তবে ঘুমাও কেন !
আর ঘুমালে ভাঙবে না ঘুম কোনোদিন ও ,
উঠবে যখন দেখবে সকল তুমিহারা -
বাঁধছি কোমোর চলবে নাকো তোমায় ছাড়া -
যাচ্ছি বন্ধু এক্ষুনি , ভাই , একটু দাঁড়া -
যাচ্ছি বন্ধু , লক্ষ্মী সোনা , একটু দাঁড়া ।।