*** স্বপ্নকাটা ছড়া ***
তন্ময় দে বিশ্বাস
বেহালায় বাড়ি ছিলো, মিনতি জোয়ারদার-
হবে স্কুল শিক্ষিকা, চোখেতে স্বপ্ন তার,
লেখাপড়া চোস্ত, বেস্ট গার্ল স্কুলেতে
ঘরেতে অভাব সেটা ছাপ ফেলে মুখেতে,
ফাইনালে নাম তার উপরের তালিকায়
নেই কোনো সম্বল তাই, সামনে এগুনো দায়,
অবশেষে ললাট তার লিখে দিলো লিখনী
স্বপ্নের চাকা তার থেমে গেলো তখুনি,
পাটকলে কাজ করে বিশুদার ভাগ্মা
তার সাথে হোলো বিয়ে, বুকে চেপে কান্না
বোসেদের ছোটো মেয়ে, অনিতা না কি যে নাম,
গানের গলাটা ছিলো, যেন বাণী জয়রাম,
যেখানেই গান গায়, করে সব ধন্য,
গান গেয়ে নাম -সেকি মেয়েদের জন্য?
মেয়েদের স্থান- সেতো রান্নার খোঁয়ারে
অনিতার ও গতি হোলো, গলা চেপে বাসরে,
ওপাড়ার কাকলি কি ভালোই নাচতো
তনুশ্রী শংকর- তার দলে শিখতো
ঘুরে এলো কতো দেশ, জার্মানি রাশিয়া
কাগজে বেরলো নাম, ছবি দিয়ে ছাপিয়া,
তারপর যেই কিনা পা দিলো আঠারোয়
ব্যবসায়ী ছেলে দেখে, হোলো শুভ পরিনয়
বিয়ের পরেতে তার নাচ হোলো বন্ধ
কাকলির জীবনের কেটে গেল ছন্দ
ব্রততী সেন কে চেনো?বাড়ি তার নলহাটি
স্কুলে আর ন্যাশানালে, আ্যথেলিটে ফাটাফাটি
স্বপ্নটা ছিলো তার, এশিয়াডে লড়বেই
ভারতের মুখটা সে উজ্বল করবেই
তারপর কিযে হোলো, থেমে গেলো ছুট তার
পাড়ার বখাটে ছেলে হোলো তার জুড়িদার,
কিছুদিন খোঁজ নেই, উধাও সে পাড়াতে-
এখন দাঁড়িয়ে থাকে, সেজেগুজে গলিতে,
এইভাবে কতো সব, অলি - মিতা- কাকলি
সংসার চক্রে রোজ নিজেরা হয় বলি,
আকাশে ওড়ার ছিল ইচ্ছের ডানাতে
ডানা কাটা বিহঙ্গ, বাঁধা পড়ে খাঁচাতে
স্বপ্ন চোখের কোনে, সফল হবার নয়,
মেয়েটা গুনের কিনা, প্রসবেই পরিচয় ।।