*** মনবাউল ***(বাউল গান)
* তন্ময় দে বিশ্বাস *
পারবি নারে ছিঁড়তে বাঁধন এ মায়া ধরাতলে ,
ছিঁড়বে যখন ভববাঁধন, পড়বি বাঁধা চৌদলে,
পিতামাতা ভাই ভগিনী, শত্রু মিত্র প্রাণসঙ্গিনী-
আত্মীয় অনাত্মীয় যত, বাঁধছে সবাই কৌশলে -
কামনা বাসনা যত, পিছে ছুটিস অবিরত
পুরাবেনা জনমে শত , সার কথা ভূমন্ডলে,
যে কটা দিন আছে প্রাণে, আহুতি দাও শ্রীচরণে
শান্তি পাবি দেহে মনে, যাবি মায়া বাঁধন ভুলে-
যার যা আছে মনোবেড়ী, আয়রে খুলে তাড়াতাড়ি
ছাড়ছে ভব পারের তরী, ডাকছে এ মন বাউলে ।।