*** ইচ্ছে করে ***
তন্ময় দে বিশ্বাস
পরাবো তোমায় সাতনরী হার,
কানেতে ঝুমকো দুল
টায়রা টিকুলি আভরন সব ই
সঙ্গে বেণীর ফুল,
কবরী বাঁধিবো অতি সুযতনে
জড়াবো কেতকী মালা,
পরাবো পরনে লাল পাড় শাড়ী
রঙটা আগুন জ্বলা
মধ্য ললাটে লাল গোল টিপ
যেমনি গোধূলি রবি
মেলাবো তোমাকে দুচোখ ভরিয়ে
মনে আঁকা সেই ছবি,
নয়ন আঁকিব নব অঞ্জনে
মৃগ আঁখি পিছে রবে
ওষ্ঠযুগল ফুটন্ত গোলাপ-
রাঙাবো তেমনি ভাবে,
কানে কানে কব বাসনা যত
শুনবে অধীর ভাবে-
ঈষৎ বক্র চাহনিতে তুমি
প্রত্যুত্তর দেবে,
ঢালিবো অঙ্গে মৃগ কস্তুরী
মুকুটেতে গজমতি
বারে বারে রোজ স্বপ্নেতে আসো
বাস্তবে কেন ইতি ?