*** তিমির বিদারী (গান) ***
তন্ময় দে বিশ্বাস
তিমির বিদারী হে ভবকান্ডারী
শ্রীরামকৃষ্ণ নামে তরী কর পার -
চেয়ে দেখো চারিধার হিংসা ও পাপাচার,
অধর্মের কাছে হয় ধর্মের হার -
মোরা সব অজ্ঞানময়, তুমি জ্ঞান হিমালয়,
তুমি হে করুণাসিন্ধু, মহিমা অপার -
আছো যত দীনজন, এই পদে সঁপো মন
পাপস্খলন হবে , কাটবে আঁধার -
যত আছো জ্ঞানীগুণী, ছড়াও শ্রীরামকৃষ্ণ বাণী
তোমাসঙ্গ লাভে হোক, প্রেম চারিধার -
যত আছো নরনারী, বিলাও প্রেমসুধাবারি,
জয়ধ্বনি দাও - শ্রীরামকৃষ্ণ অবতার ।