# ভালোবাসা #
তন্ময় দে বিশ্বাস
ভালোবাসা হোলো - সদ্য বিদীর্ণ বীজ থেকে ওঠা কলি ,
ভালোবাসা হোলো - গহন আঁধারে রোদ্দুর এক ফালি ।
ভালোবাসা হোলো - রক্ত শিরায় উল্টো স্রোতের ধারা ,
ভালোবাসা হোলো - সব কিছু ভুলে নিজেকে চিনতে পারা ।
ভালোবাসা হোলো - ঝড়ের দাপট ফুৎকারে উড়িয়ে দেওয়া ,
ভালোবাসা হোলো - কিচ্ছু না চেয়ে অসীম কে ফিরে পাওয়া ।
ভালোবাসা হোলো - শাসন বারণ বন্ধন ছেঁড়া মুক্তি ,
ভালোবাসা হোলো - সবকিছুকেই থোড়াই কেয়ার যুক্তি ।
ভালোবাসা হোলো - সাঁতার না জেনে সমুদ্র পারাপার,
ভালোবাসা হোলো - পৃথিবীতে যত সবকিছু অধিকার ।
ভালোবাসা হোলো - আকাশ ছিনিয়ে চাঁদ হাতে আনা শক্তি ,
ভালোবাসা হোলো - তুমি আর আমি পৃথিবী টা একরত্তি ।
ভালোবাসা হোলো - চোখে চোখ রেখে না বলা কথাটি বলা ,
ভালোবাসা হোলো - বুকেতে জমাট বিশ্বাসে পথ চলা ।
ভালোবাসা হোলো - উষ্ণ মরুতে নব জলধারা সৃষ্টি ।
ভালোবাসা হোলো - বুকে বুক রেখে উদ্ধত করা মুষ্ঠি ।
ভালোবাসা হোলো - পরম প্রাপ্তি গরবেতে ভরা চিত্ত ।
ভালোবাসা হোলো - জীবন ই জীবন আর সব অনিত্য ।
ভালোবাসা হোলো - বুক জুড়ে এক নতুন পৃথিবী আঁকা ।
ভালোবাসা হোলো - সময় কে থামিয়ে ভালোবাসাতেই থাকা ।
ভালোবাসা হোলো - অবিনশ্বর চিরায়ত অক্ষয় ।
ভালোবাসা হোলো - অমর বিজয় চির পরাজিত পরাজয় ।।
________06.09.2016___________