***ভাইফোঁটার ছড়া ***
** তন্ময় দে বিশ্বাস **
ভাইফোঁটা ভাইফোঁটা ভোরে স্নান সারি
একফোঁটা ভালোবাসা এতটাই ভারী,
ভাইফোঁটা ভাইফোঁটা ভাইফোঁটা হবে আজ
পাল্টাবে রাজনীতি, ধর্ম এ সমাজ -
ভাইফোঁটা ভাইফোঁটা আসন পাতি
আগেই মানুষ না আগে কোন জাতি
ভাইফোঁটা ভাইফোঁটা ভাই এসে বসলো
"উরি" চাপ এত বাক দরজা কি খুললো !
ভাইয়ের মাথায় দিলাম দূর্বো
রাজনীতি ধর্ম, আমাদের গর্ব
ভাইয়ের মাথায় দিলাম ধান্য
মিছিল লকাউট আমাদের জন্য
ভাইয়ের কপালে দিলাম চূয়া
আমিও মানুষ ভাবি নয় অনসূয়া
ভাইয়ের শিয়রে রাখলাম সোনা
মানুষ কজন সেটা হাতে গাঁট গোনা
ভাইয়ের শিয়রে রাখলাম চাঁদি
হাজার ঝড় উঠুক, আমি সাম্যবাদ ই
ভাইয়ের কপালে দিলাম চন্দন
আমি রাজি , হোক আবার সমুদ্র মন্থন
ভাইয়ের মুখে দিলাম মিষ্টি
স্বপ্নে অরুচি নেই মহাযুগ সৃষ্টি
ভাইফোঁটা ভাইফোঁটা ভাইফোঁটা হোলো শেষ
আবার দেখা হবে -বাঁচলে - না হলে শেষ ।