***উৎসর্গ***
#তন্ময় দে বিশ্বাস #
উত্তেজনায় টান টান হয়ে ওঠে বুক ,
রোমকূপ শিহরিত হয়ে -
কন্টাকীর্ণ হয় সারা শরীর ।
বাতাসে তোমার সুবাসিত চুলের আঘ্রান -
তীব্র থেকে হয় তীব্রতর -
চোখ বুজে আসে -
কম্পমান অধরে অনুভূত হয় ,
মখমলি কোমল ওষ্ঠের আলতো স্পর্শ ।
পরক্ষনেই শিথিল হয়ে যায় -
সব স্নায়ু কোষ ,
কানে শুধু ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ,
পরম আশ্বাসে - ভবিষ্যতের জন্য -
একের কাছে অন্যের সম্পূর্ণ সমর্পন ।।