*** ,আমার দোষ ***
* তন্ময় দে বিশ্বাস *
অনেক দোষে দোষী আমি সব কিছুতেই
আমার দোষ,
আগে যেতাম রেগে , এখন ভুলে গেছি
করতে ফোঁস -
লোডশেডিং এ বন্ধ পাখা , ঘামছে বিবি -
আমার দোষ,
গাছের কেন নড়ছে না ডাল, বন্ধ হাওয়া-
আমার দোষ,
আকাশ জুড়ে মেঘ করেছে, ঝড় উঠেছে-
আমার দোষ,
জানলা খোলা ঢুকছে ধুলো, পড়ল কপাট-
আমার দোষ,
বিবির মাথায় চুল উঠছে, টাক পড়ছে-
আমার দোষ,
আমার কেন টাক পড়েনি, চুল পাকেনি-
আমার দোষ,
মাছ কিনেছি সেই সকালে, পেট পচেছে-
আমার দোষ,
মাছটা রোগা, পাঁক গন্ধ, কাঁটা বেশী-
আমার দোষ,
আলু কেন পঁচিশ টাকা, হচ্ছেটা কি ?
আমার দোষ,
রেশনেতে গম দিলোনা ? করছো টা কি ?
আমার দোষ,
চিকেন কিনে এলাম বাড়ী, লেগপিস কম-
আমার দোষ,
মুরগীখানা আয় দিলোনা, মাংস কম, তা-
আমার দোষ,
ভূমিকম্পে টললো নেপাল, ভাঙলো বাড়ী-
আমার দোষ,
শাশুড়ীমার বাতের ব্যথা কমছে না, তাও-
আমার দোষ,
মেয়ে আমার খাচ্ছে কম, তাও বাড়ছে ওজন-
আমার দোষ,
ছেলে মেয়ের বদগুণ সব বাপের মতো-
আমার দোষ,
কাজের মাসী ডুব মেরেছে, করবে কে কাজ ?
আমার দোষ,
হোঁচট খেয়ে ছিঁড়লো জুতো, পাইনি মুচি-
আমার দোষ,
বিবির পায়ে হাড় বেড়েছে, চলতে ব্যথা-
আমার দোষ,
রান্নাঘরে ইঁদুর কেন কাটছে প্যাকেট-
আমার দোষ,
ফ্রিজে রাখা টাটকা খাবার, গন্ধ হোলো-
আমার দোষ,
দশটা বাজে, অফিস যাবো, ভাত গলেছে-
আমার দোষ,
চলছে মটোর, উঠছে না জল, ট্যাঙ্ক ভরেনি-
আমার দোষ,
ইলেক্ট্রিকের বিল এসেছে আকাশছোঁয়া-
আমার দোষ,
বাস চলেনি, রাত হয়েছে , ফিরতে দেরী-
আমার দোষ,
বরফ খেয়ে ছেলের কেন গলায় ব্যথা-
আমার দোষ,
দুধ পুড়েছে গ্যাস ওভেনে, গন্ধ ছারছে-
আমার দোষ,
মশার ধূপে যায় না মশা, হায়রে কপাল-
আমার দোষ,
শীতকালেতে কম্বলেতে হয়না গরম-
আমার দোষ,
শুকোচ্ছিলো ছাতে বড়ি, কাকে খেলো-
আমার দোষ,
ডিমের ট্রেতে ডিমগুলো সব বড্ড ছোটো-
আমার দোষ,
চানাচুরের বাদাম পচা, ঝালটা বেশী-
আমার দোষ,
ঘরের কথা বাইরে গেল, কে বলেছে-
আমার দোষ,
মোবাইলে টাওয়ার নেই তাই বন্ধ কথা-
আমার দোষ,
দাদু বাবা পিসে মেসো ,ভুক্তোভুগি ?
আমার দোষ,
মনে মনে ভাবছো সবাই, মিলছে সব ই-
আমার দোষ,
অনেক দোষে দোষী আমি , লিখছি সেটাই-
আমার দোষ,
দিল্লী ওলা লাড্ডু খেলাম, ভুগছি যে তাই-
আমার দোষ ।
#$$$$$$$$$$$$$$$$$$$$$$$$#