মাঝদরিয়ায় উঠলো তুফান
উথাল পাথাল নদীর জল -
আমরা কজন গাঙের বুকে
পানসী মোদের টলমল ।
শনশনিয়ে বইছে হাওয়া
ছলাৎ ছলাৎ করছে জল -
ওলট পালট মোদের বুকে
পায়ের নীচে অতল তল ।
নবীন মোরা নদীর বুকে
বাইতে নারি নৌকার দাঁড় -
যেদিকে চাই অসীম নদী
দিগদিগন্ত একাকার ।
দুলছে তরী ঢেউয়ের ফনায়
ধরতে নারি নৌকার হাল -
সবই ভ্রান্ত দিগদিগন্ত
জীবন মোদের টালমাটাল ।
আছাড় পিছাড় নদীর বুকে
হেলছে তরী ঢুকছে জল -
আমরা কজন গাঙের বুকে
পানসী মোদের টলমল ।
কোথায় আছো হে পারানি
বাঁচাও জীবন কর পার -
মৃত্যু মুখে তোমায় ডাকি
তোমার করুণা অপার ।
যাবো মোরা সুখের চরে
নিত্য যেথা বহে সুখ -
থাকবো মোরা পরস্পরে
জড়িয়ে ধরে ভুলে দুখ ।
চোখে মোদের স্বপ্ন অনেক
রকমারি রঙ যে তার -
হাসবো মোরা প্রাণটি খুলে
আপন পরে একাকার ।
ভুলবো মনের মলিনতা
স্বার্থ হিংসা ধর্মভেদ -
গড়বো মোদের নতুন করে
ফেলবো ছুঁড়ে মনের খেদ ।
ক্লান্ত শরীর শ্রান্ত দেহ
শক্তি দাও হে শক্তিধর -
মনের মতো বাঁচতে হবে
ওই দেখা যায় সুখের চর ।