*** অথ হরধনুভঙ্গ কথা ( পাঁচালি )
# তন্ময় দে বিশ্বাস #
হরধনুভঙ্গ কথা শুনো সর্বজনে,
করজোড়ে শান্ত হয়ে ভক্তি ভরে মনে
হরধনুভঙ্গ কথা অমৃত সমান
তন্ময় স্বামী পাঠ করে আর শোনে পূন্যবান
পরিদর্শক আসিয়াছেন, বদরতলা ইস্কুলে
ছাত্র শিক্ষক উপস্থিত সবাই দলে দলে
করিবেন পরিদর্শন শিক্ষাপদ্ধতি, মান
উত্তেজনায় ইস্কুলের সবাই টান টান ,
প্রবেশিলেন যেথা, সেটা অষ্টম শ্রেণীর ক্লাস
শিক্ষক মশাই পড়াইতে ছিলেন ইতিহাস -
পরিদর্শক জিঞ্জাসিলেন - বল ছাত্রগন
হরধনু ভঙ্গ করেন কোন মহাজন ?
শুনিয়া সকল ছাত্র বিরস বদন
মনে মনে ভাবিতে থাকে, কেবা সেই জন !
পিছন সারিতে ছিলো ছাত্র বিনয়
দাঁড়াইয়া কহিল" আমি বলবো মহাশয় ?"
পরিদর্শক কহিলেন- বলো এইক্ষনে
বিনয় কহিল, স্যার, মাষ্টারমশাই জানে,
মাষ্টারমশাই রক্তচক্ষু চুলকাইয়া মাথা
বলিলেন" গত দশদিন ছিলামনাকো হেথা,
শ্বশুরালয় গিয়াছিলাম দূর বর্ধমান
আমাকে ফাঁসাচ্ছিস, বেটা হনুমান ?"
বিস্ফারিত করিয়া চোখ পরিদর্শক বাহিরীলেন
প্রধান শিক্ষক সমীপে সব কহিলেন,
জানেন আপনার স্কুলে কেহ নাহি জানে-
হরধনু ভঙ্গ করেন কোন মহাজনে ?
কিয়ৎক্ষন রহিয়া স্তব্ধ প্রধান শিক্ষক কহেন
আমি স্যার সবে কদিন করিয়াছি জয়েন-
প্রচুর কাজের চাপ ঘাড় ঘোড়ানো দায়,
কোনো হরধনু ভঙ্গ সংবাদ পাইনি হেথায় ।
অতঃপর মহাশয় গেলেন বিডিও র কাছে,
বললেন শুনুন বিডিও মশাই কিছু কমপ্লেন আছে-
বদরতলা স্কুলে মশাই কেহ নাহি জানে-
হরধনু ভঙ্গ করেন কোন মহাজনে !
বিডিও কহেন, স্যার কিছু করবেন না মনে,
আমি এখন ব্যস্ত খুব ই কম্বল বিতরনে,
বিরাট দায়িত্ত্ব মশাই, চাপ অতিশয় -
হরধনু কোথায় গেলো মনে রাখাই দায় ।
বিরক্ত পরিদর্শক গেলেন শিক্ষামন্ত্রীর ঘরে
বললেন, স্যার দুঃসংবাদ, আপনার দপ্তরে,
বদরতলা ইস্কুলে তে কেহ নাহি জানে -
হরধনু ভঙ্গ করেন কোন মহাজনে !
মন্ত্রীমশাই মোবাইলে কহিতেছিলেন কথা,
বললেন কার ভাঙলো ধনুক, নেইকো মাথাব্যথা
ধনুশ্রী প্রকল্পে জানি আছে কিছু টাকা,
সব ঠিকঠাক হয়ে যাবে, আছেন আমাদের আকা
অবশেষে পরিদর্শক গেলেন, মূখ্যমন্ত্রীর কাছে,
বললেন , আপনাকে কিছু কথা বলিবার আছে-
শিক্ষাব্যবস্থার হাল কিন্তু খুব ই নড়বড়ে -
ছাত্র শিক্ষক কেউ জানেনা কে হরধনু ভঙ্গ করে
শুনিয়া হাসিয়া মূখ্যমন্ত্রী কহিলেন শূনো
বিরোধীরা বলবে, তবে আমি আছি কেনো ?
চালু করেছি নতুন এক ধনুশ্রী প্রকল্প
যদিও সেখানে আছে টাকা খুব ই অল্প,
আমি জানি এটা ঐ বিরোধীদের কাজ,
ওদের দলে কেউ নেই তবু একটুও নেই লাজ,
চিন্তা আপনি করবেন না, চুপ করে থাকুন,
আমার সাঙ্গ পাঙ্গ সব কি করে দেখুন,
যেখানে যত হরধনু আছে ভাঙাচোরা,
সব সারিয়ে ঠিক জায়গায় রেখে দেবে ওরা-
শুনিয়া পরিদর্শক মহাশয় ঘামিতে ঘামিতে
মূর্ছা গিয়া তৎক্ষনাৎ পড়িলেন মাটিতে -
এতক্ষণে হরধনুভঙ্গ কথা সাঙ্গ হোলো-
প্রেমানন্দে দুহাত তুলে হরি হরি বলো
হরিবোল হরিবোল হরিবোল ।।।