*** উত্তরণ ***
তন্ময় দে বিশ্বাস
পশ্চিমের জানলাটা খুলে দাও - হাওয়া ঢুকুক
আমি একটু পশ্চিমী হতে চাই
বদলাবো পোশাক , পাল্টাবো রুচি -
ভালোলাগা - মন্দলাগা -
দুচোখ ভরে দেখতে শিখবো -
স্যানিট্যারি ন্যাপকিন- গর্ভপাতের বড়ি ,আর-
পুরুষাঙ্গ সবল করার তেলের বিঞ্জাপন -
ঠোঁটে আঙুল দিয়ে বলতে শিখবো- চুপ-
এটাই আধুনিকতা , সামাজিক শিক্ষা ,
তাই পশ্চিমের জানলা টা খুলে দাও -হাওয়া ঢুকুক
আমি একটু পশ্চিমী হতে চাই ।
চোখ মেলে দেখতে শিখবো - সবার সাথে -
রঙীন পর্দায় নারী পুরুষ সহবাস দৃশ্য -
নগ্ন শরীর দেখানোর গর্বিত প্রতিযোগিতা -
কি সুন্দর সাহসীকতা - শিল্পের উত্তরণ -
দুচোখ বিস্ফারিত করে দেখতে শিখবো
নৃশংস অঙ্ক কষা খুন- গণধর্ষণ- হিংসা -
বিচারহীনতার শৈল্পীক প্রদর্শন - ব্যবসার মাপকাঠি
কঠোর ভাবে ভুলে যেতে হবে- অশ্লীলতা
কঠোর ভাবে মেনে নিতে হবে- নগ্ন নারীপুরুষ দেহ
কঠোর ভাবে সহ্য করতে হবে- নির্লজ্জ শিল্পের উত্তরণ -
তাই পশ্চিমের জানলাটা খুলে দাও-হাওয়া ঢুকুক
আমি একটু পশ্চিমী হতে চাই ।
ভুলতে হবে ন্যায় অন্যায়ের তফাত বোধ-
ভুলতে হবে পারিবারিক সম্পর্কের বাতাবরণ-
তৈরী হবে সামাজিক সম্পর্কের আধুনিক ফিউশন-
ভুলতে হবে স্বেচ্ছাচার বলে কোনো শব্দ -
ভুলতে হবে লাল ফিতের ফাঁস-
ভুলতে হবে গর্বের আবহমান ভারতীয় সংস্কৃতি-
যোগ্য অযোগ্যের বিচার -
কোথায় বিচারপতি? কারা বিচারপতি?
মহাপুরুষরা বলেছেন -
গণমাধ্যম থেকে লোকশিক্ষে হয় -
লোকশিক্ষে হচ্ছে ?
চুপ - এটাই সাহসীকতা
চুপ - এটাই শিল্পমনস্কতা
চুপ - এটাই আধুনিকতা
চুপ - এটাই পশ্চিমী কালচার !
তোমরা বলবে অর্থোডক্স-
তার অর্থ আমার কাছে অর্থহীন -
তাই পশ্চিমের জানালাটা খুলে দাও -হাওয়া ঢুকুক
আমি একটু পশ্চিমী হতে চাই -
==:========07.10.2016============