*** পড়শি ***
----- তন্ময় দে বিশ্বাস -----
আমরা দুজন এক পাড়াতেই থাকি
খুব বেশি নয় একটুখানি দূর
সে লেখে গান দেহতত্ব মেপে
আমি তাতে আরোপ করি সুর,
আমরা দুজন এক পাড়াতেই থাকি
একই পুকুর একই রাস্তা ঘাট
তার ঘরেতে কালবোশেখী ঝড়ে
এলোমেলো আমার উঠোন বাট,
আমরা দুজন এক পাড়াতেই থাকি
চলা বলা ভাষা একই সুরে
তার উঠোনের আমন ধানের ঘ্রাণে
নবান আসে আমার দেউল জুড়ে,
আমরা দুজন এক পাড়াতেই থাকি
একই আকাশ একই চন্দ্র তারা
এলোকেশী বেহাগে দেয় তাল
মঞ্জীর রাগ মন কে পাগল করা,
আমরা দুজন এক পাড়াতেই থাকি
তার বিষাদে আমার চোখে জল
আমার যখন বুক ভাঙা বৈরাগ
তার প্রেরণায় লক্ষ্যে অবিচল,
আমরা দুজন এক পাড়াতেই থাকি
ডাকে তাকে মন বলে সক্কলে
তাকে ছাড়া আমার আমি লীন
সবাই আমায় ভালোবাসা বলে ।