*** পিয়া তান ***               * তন্ময় *

আজকে তুমি আর সেজোনা পিয়া
শৃঙ্গার আর তোমায় লাগে না ,
এই রূপেতেই অপরূপা তুমি
চেয়েই থাকি পলক পড়ে না ।

খুলে ফেল সকল আভরণ
পড়ছে ঢাকা তোমার কায়া কাম
দূরে রাখো তোমার অহংকার
উন্মুক্ত তোমার অলকদাম ,

হালকা হাওয়ায় উড়ুক তোমার কেশ
উড়তে দিও- আর দিওনা বাধা
আঁচলখানাও উড়ুক সেপথ ধরে
থাকুক শরীর নির্বসনে আধা ,

ওষ্টযুগল মুক্ত বলিরেখা
অন্তরে তার তৃপ্তি তৃষ্ণা টান
মিলবে যখন চুমার অলস ছোঁয়া
সৃষ্টি প্রলয় সব হবে খান খান ,

কাজলরেখা আর এঁকোনা চোখে
গভীর দুচোখ অঞ্জনহীন থাক
দুই সরোবর অতল টলটল
দুই পাড়ে তার চোরা ঘুর্নি পাক ,

ঐ রূপেতেই চিরঘুমের সুখ
ডাকছে আমায় ডাকছে বারংবার
জাগতে আমি চাই নাকো আর মোটে
সূর্য যেন ওঠে নাকো আর ,

তোমার রূপে আকাশ ভরা আলো
তোমার বুকে শান্তি সমুদ্দুর
আর ডেকোনা আর ডেকোনা পিয়া
তোমার মাঝে মিলায় সকল সুর ।

#####$$##$$$$$$$$$$$$$$