*** পথপ্রেমিকা ***
---- তন্ময় দে বিশ্বাস -----
ফুটপাতে পড়ে থাকা বইগুলো
আমাকে বড়ো আপন করে ডাকে,
যেন মনে হয় বলে, আমি দুহাতে জড়িয়ে
আমার বুকে টেনে নিই তাকে,
শোকেসে সাজিয়ে রাখা বইগুলো
আমার কাছে মনে হয় নবপরিনীতা বধূ,
বড়ো সঙ্কোচে বড়ো সাবধানতায় ছুঁতে হয় তার দেহ,
একটু বেগতিক হলেই
নতুন বেনারসীর সেফটিপিনে লাগবে টান-
ছিঁড়ে যেতে পারে, ব্যথা লাগতে পারে কোমল শরীরে,
জোর করে বুকে টানতে গেলে
ঝনঝনিয়ে অলঙ্কাররাজি করবে বিদ্রোহ,
গড়বে প্রাচীর সৌহার্দ্য মিলনে,
হয়তো আসবে প্রতিবাদ, দূরে সরে যাবার ছল -
ফুটপাতে পড়ে থাকা আমার আপন জিজ্ঞাসা,
নেই তার কোনো প্রতিবাদ,
আছে শুধু কাছে আসার অদম্য কামনা,
দুমরে মুচরে উল্টেপাল্টে
যেমনখুশি ভোগ করো তার শরীর-
কোনো রাগ নেই তার, নেই কোনো অভিমান,
যেন আমার ভালোবাসা পেতে উষ্ণতা পেতে
সে বিলিয়ে দিতে চায় নিজেকে -
তার সবটুকু অস্তিত্ব বিলীন করে,
তাকে ভালোবাসা যায় আদর করা যায়, কাছে টানা যায়
আরো আরো অনেক অনেক বেশী আপন করে,
বুকের ওপর আধখোলা করে
কখনোবা আলুলায়িত অলস ভঙ্গিতে
জড়িয়ে থাকা যায় তার শরীর,
দুহাতের চাপে নিঃশেষে পান করা যায় লুক্কায়িত যৌবন,
একান্ত আবেগে হাত বুলোনো যায় শরীরের প্রতিটি
বর্ণে বর্ণে শিরা উপশিরায়, নিঃসঙ্কোচে,
সে ও উপভোগ করে আমার আকাঙ্ক্ষা, আমার প্রেম
আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে,
নিজের সব টুকু উজাড় করে দিয়ে।
আমি তোমাকে ভালোবাসি,
আমার ফুটপাতবাসিনী পথপ্রেমিকা -- ।
#### 29. 12. 2018. #####