একপা এগোই কৌতূহলী চোখে-
দুই পা বাড়াই আভাস যদি পাই,
তিন পা এগোই, যাচ্ছে না ঠিক বোঝা-
দেখতে পেলেই চার পা বাড়াই ।
পাঁচ পা বাড়াই পড়লে চোখে চোখ -
বলতে কথা বাড়াই ছয়ের পা ,
সাত পায়েতে একটু কাছে আসা -
আট পায়েতে মন হারিয়ে যা ।
নয় পা বাড়াই এলে কিছু কানে -
দশ পা এগোই শুনতে যদি পাই ,
এগারো পা একটু বোঝা গেলে -
নিশ্চিন্তে বারো পা বাড়াই ।
তের পায়ে নন্দন চত্বর -
চোদ্দ পায়ে গল্প নদীর পাড়ে ,
পনেরো পায়ে স্বপ্নে ভরা চোখ -
ষোল পায়ে সাতপাকেতে ঘোরে ।
সতেরো পায়ে হানিমুনের রাত -
আঠারো পায়ে সংসার খুনসুটি ,
ঊনিশ পায়ে বেবিফুড রাতজাগা -
বিশ পায়েতে কথা কাটাকাটি ।
একুশ পায়ে কম্প্রোমাইজ শুরু -
বাইশ পায়ে চাপা বুকের জ্বালা ,
তেইশ থেকে একলা আকাশ দেখা -
চিনতে চিনতে সারা জীবন চলা ।