তেমন দেহ পাইনি খুঁজে রাঙাবো কোন খুনে
শান দেওয়া তির রাখাই আছে মস্ত বেতের তূণে,
লাল যে আমার বড্ড আপন, অন্য রঙের খুন
পেলে তবেই নিঃস্ব হবে আমার সখের তূন,
খুন যদি হয় হলদে সবুজ গোলাপি জাফরানি
নেই ঝামেলা,আল্লাহ ঠাকুর করো মেহেরবানী
হিন্দু সবুজ নীল খৃস্টান হলদে মুসলমান
হতো যদি এক পলকে ধর্ম টা বুঝতাম,
তখন না হয় ছুঁড়তাম তির নিশানা ঠিক রেখে
বিধর্মীদের মুন্ডুখানা লুটতো শরীর থেকে !
তা না করে সব মানুষের লাল রাঙালে খুনে
শান দেওয়া তির মরচে ধরে সখের বেতের তূণে।