*** অঙ্কভুল ***
----------- তন্ময় দে বিশ্বাস --------
গুণতে গিয়ে গুলিয়ে ফেলি
হাতের রাখা পাঁচ
হীরা ভেবে সিন্দুকেতে
জমাই রঙিন কাঁচ,
এগিয়ে চলি আট পেরিয়ে
দশ এগারো বারো
পিছন ফিরি কেউ নেই আর
নয় আমি আর কারো,
বিলাস বাগান আয়েশ আরাম
আকাশ পানে মুখ
অঙ্ক কষি ঐ ওখানে
থাকতে পারে সুখ,
একপা দুপা মাপতে থাকি
একটু বেশি আরো
ইচ্ছে ডানায় উড়তে থাকি
স্বপ্ন বলে বাড়ো,
বাড়তে বাড়তে থমকে দাঁড়াই
দমবন্ধ শ্বাস
সামনে দেখি পাথর প্রাচীর
অগম্য চারপাশ,
পিছন জুড়ে মহাশূন্যের
অতল আহ্বান
বাড়ার ছুটি, সেই শুরুতেই
ফিরতে যে চায় প্রাণ,
আয়েশ আরাম বিলাস বাগান
গিলতে আসে রোজ
বন্ধু স্বজন প্রাণপ্রিয়জন
কেউ রাখেনি খোঁজ,
বয়স গড়ায় ফুরোয় দিনের
আলো আঁধার খেলা
মনে পড়ে স্কুলের সেদিন
মজার ছোটোবেলা,
বড়ো হবার স্বপ্ন ভাঙে
চোখে চাঁদের বুড়ি
আরেকটি বার দাও ফিরিয়ে
লাট্টু লাটাই ঘুড়ি,
সিঁড়িভাঙা অঙ্ক কষি
মেলেনা উত্তর
হাতে রাখা পাঁচ ভরসা
একমাত্র জোর।।