সকাল বেলাই ভিজিয়ে দিলি
আমার শরীর আমার চুল ?
কি ভেবেছিস , সারাটাদিন
থাকবো তোতেই মশগুল ?
অতো আমার নেইকো সময়
আছে নিত্য দিনযাপন
খাওয়া দাওয়া চুলোয় গেলো
তোর চিন্তায় মগ্নমন ,
এমনি করে যায় যদি দিন
কটাদিন আর বাঁচবো বল !
সবাই মিলে কাঁধে তুলে
গাইবে - বলো হরিবোল ,
তাই ভেবেছি ভাববো না আর
করবো না আর তোর স্মরণ
যেমন করেই হোক ফেরাবো
নিজের দিকে আত্মমন ,
তুই কেবলই হাতছানি দিস
বুঝতে পারি তোর খেলা
ধরতে তোকে বুকের মাঝে
হাড় মাস সব হয় কালা ,
তাই তো আমি পণ করেছি
তোর কথা আর ভাববো না
তোকে আমার মনের ভিতর
একটুও আর রাখবো না ,
কিন্তু তোকে কেমনে ছাড়ি
পারছি না - কি করি বল ?
জড়িয়ে আছিস সর্ব অঙ্গে
ভিজিয়ে হয়ে বৃষ্টি জল ।