*** নিত‍্যদিনের তুই ***

--------- তন্ময় দে বিশ্বাস --------

সকালবেলা ঘুম ভেঙে তুই সবার আগে ভাবিস কাকে ?
আমি জানি আর কেউ নয় ভাবিস শুধুই তুই আমাকে,

তারপর তুই মুখটা ধুয়ে চায়ের কাপে চুমুক মেরে
আর একটিবার আমার কথাই ভেবে ফেলিস সুরুৎ করে,

একটু পরে কাজের মাঝে চাদর বালিশ ঝাড়ার ফাঁকে
ঠিক জানি তুই মনে মনে ভাবছিস সেই এই আমাকে,

তারপর তুই কোমর বেঁধে পুকুর পাড়ে নাইতে গিয়ে-
গুনগুনিয়ে গান গাইলি সেইতো বাবা আমায় নিয়ে,

পুকুর ঘাটে কোমর জলে টুপ করে ডুব দেবার আগে
মুখটা আমার একবার ঠিক ভেবে নিলি আগে ভাগে,

টুপটুপ টুপ তিনখানা ডুব দিয়েই দুহাত বুকে টেনে
আমি জানি আমার কথাই করলি স্মরণ মনে মনে,

চূল ঝেড়ে আর গা হাত মুছে গামছা খানায় জড়িয়ে দেহ
ফিরতি পথে বাড়ির পানে ভাবলি আমায় নয় আর কেহ,

আয়নাতে মুখ দেখে দেখে মাখলি যখন স্নো পাউডার
মনে মনে আর একটিবার ভেবে নিলি মুখটা আমার,

বসলি খেতে উবু হয়ে পা দুখানি পিছন মুড়ে
আমার কথা মেনেই জানি রাখলি বাম হাত মেঝের পরে,

খাবার পরে উদাস মনে এলিয়ে অলস দেহটারে
বিছানাতে জড়িয়ে ধরিস আমায় ভেবে বালিশটারে,

বিকাল বেলায় সদরদ্বারে আড্ডা হাসি বন্ধু মিলে
আমার কথাও ক্ষনে ক্ষনে আসছে জানি পাঁচমিশেলে,

সন্ধ্যাবেলায় আঁচল গলায় প্রদীপ হাতে তুলসী তলায়
প্রণাম করে উঠলি যখন আমার কথা মন ছুঁয়ে যায়,

দিনের শেষে রাত্তিরেতে ঘুমিয়ে যাবি নিভিয়ে আলো
শেষটিবারের মতো আমায় মনে করে চোখ জুড়ালো,

এসব ভেবেই শান্তি আমার, তুই ভাবছিস আমার কথা
আসলে সব ভাবনা আমার , তুই যে আমার প্রাণের মিতা‌।

###কপিরাইট@তন্ময়###########