*** রাত্রিবসান ***
----- তন্ময় দে বিশ্বাস -----
বাউল তোমার একতারা তে বাজালে কি সুর
আকাশ ভাঙে দেহ ভাঙে ভাঙে সমুদ্দুর,
সুর তুলেছো ভৈরবিতে রে ধা কোমল তান
ভাঙছে ভোরের ঘুমজড়ানো আলসেমি টানটান,
আঁখির পাতা মেলছে পাখা, আবীর ছড়ায় সূর,
আকাশ ভাঙে দেহ ভাঙে ভাঙে সমুদ্দুর,
ভাঙলো ধানের শিষের ডগায় শিশির ঝরা রেশ
আবছা আলোর কুয়াশা জাল হারিয়ে নিরুদ্দেশ
ফুটছে আলো রাত ফুরালো দিনের মহোৎসব
শ্রমিক নিশান জাগায় তাগিদ হাড়ভাঙ্গা বৈভব,
ক্লান্তিশেষের হাতছানি দেয় শ্রান্ত মনমুকুর,
আকাশ ভাঙে দেহ ভাঙে, ভাঙে সমুদ্দুর,
একতারাতে তর্জনী টান কাঁপছে বুকের তার
কম্পনে তার লহর তোলে আকুল হৃদমাঝার,
তরঙ্গ স্রোত আমার শিরায় নয়নতারায় চাঁদ
পিঞ্জরে আজ শূন্য দোলা বিষাদ বলয় ফাঁদ,
ভোর কেন হয় তিমির ঘন জীবন নদীর ধার
দুঃখ সুখের অপ্রকাশের পর্দানশীন পাড়,
মন যেতে চায় চাঁদের বুকে কোথায় চন্দ্রপুর
কোন সে বাউল রাত ভাঙালে একতারাতে সুর ।
##$ ১২.০৮.১৯###