*** নিবেদন ***

------- তন্ময় দে বিশ্বাস --------

তোমার জন্য রাত্রি জাগি
তোমার জন্য সইতে পারি চোখের কালি
তোমার জন্য অপলকে
জাগতে পারি অনেক জীবন অনেক কাল ই,

তোমার জন্য হাঁটতে পারি
তোমার জন্য অনন্তকাল পথে পথেই
তোমার জন্য দেহত্বত্ত্ব
তোমার জন্য উদাস বাউল একতারাতেই,

তোমার জন্য স্বপ্ন সাজাই
তোমার জন্য ঘর বাঁধা সুখ ভুবনডাঙার
তোমার জন্য একটু আদর
তোমার জন্য একটু পরশ আঙুল ছোঁয়ার,

তোমার জন্য উপোষী পেট
তোমার জন্য সবভুলে কৃশ অনাহারী
তোমার জন্য বিশ্বাসে ভর
তোমার জন্য ভালোবাসি বলতে পারি,

তোমার জন্য আকাশ তারা
তোমার জন্য আজও খুঁজি চন্দ্রবাসর
তোমার জন্য বৈরাগী মন
তোমার জন্য মুক্ত দরাজ হৃদপিঞ্জর ।