*** নেই উত্তর ***
----- তন্ময় দে বিশ্বাস ------
তোর তো লাগে একটা গোলাপ
তবে কেন বাগান জুড়ে এতো গোলাপ ফোটে!
তোর তো লাগে একটা তারা
তবে কেন দূর গগনে ঝিকমিকিয়ে এতো তারা ওঠে !
তোর তো লাগে একটা মালা
তবে কেন জুঁই দোপাটির এতো মালা গাঁথি
তোর সাথে তো ক্ষণেক দেখা
তবে কেন সারাটাদিন দেখার আশায় এতো মাতামাতি !
তোর তো চলার একটাই পথ
তবে কেন ভুবন জুড়ে এতো পথের সারি!
তোর তো একক শয্যা বাসর
তবে কেন আকাশ জুড়ে এতো চাঁদের বাড়ি !
তোর তো লাগে একটা বসন
তবে কেন মেঘের আঁচল এতো বসন মেলে !
তোর মনে তো একটাই মন
তবে কেন সুখপরীরা নিত্যজাগে মানস প্রদীপ জ্বেলে !
তোর দুচোখে একটা স্বপন
তবে কেন দিবসরাতি এতো স্বপন ভাসে !
তোর প্রাণে তো একটু আশা
তবে কেন আমার হৃদয় অসীম আশায় এতো ভালোবাসে !
############