*** নাবলা কথা ***
---- তন্ময় দে বিশ্বাস ----
তোমাকে কোনোদিন বলিনি- ভালোবাসি,
বলতে গিয়েও বারবার আটকে গেছি জিহ্বা সঙ্কোচে,
মনের ভেতর থেকে চেতনা বারবার বলে উঠেছে-
কেন এটুকু বলে অনুভূতির কমাচ্ছো গভীরতা ?
হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, চেতনা- আমার চেতনা- বলতে দেয়নি- ভালোবাসি,
কিন্তু অবচেতন মনে, ভালোইতো বেসে গেছি তোমাকে,
কি আসে যায় , মুখে কিছু বলা নাবলায় ?
তুমি বোঝোনা?
প্রথম তোমাকে যেদিন দেখেছিলাম-
চৈত্রের শনিবার, খোয়াই এর পাড়ে বসা হাট,
মাগুরকালো শরীরে গাঢ় লাল পাড়তোলা ধবধবে শুভ্র বসন,
যৌবন বেঁধে রাখা আরো লাল দেহ আবরনী,
আরো আরো গভীর লাল চুম্বক চাহনী ছিল দুনয়ন জুড়ে-
শক্ত করে বেঁধে রাখা চুলের খোঁপায়-
গোঁজা ছিলো রক্তপলাশ, আর রক্ত অশোক,
অদ্ভুত মাদকতা গ্রাস করেছিলো আমার চেতনা,
মাদলের তালে তালে নিতম্বে ঢেউ তুলে,
তুমি নেচে যাচ্ছিলে নটরাজ্ঞী হয়ে,
খোয়াই এর মাঠে বৃত্ত অভিমুখে ঘুরছিলে
পায়ে পা মিলিয়ে পারিষদ সাথে-
চকিত চাহনিতে দেখছিলে কামনার শরবিদ্ধ আমি কে,
ঠিক সেই মূহুর্তে চেতনা বলে উঠেছিল-
এই সেখানে কাঙ্খিত মন,
এই সেই কাঙ্খিত নারী,
এই সেই প্রথম প্রসবিত ভালোবাসা সুখ,
সেই থেকে তোমাকে ভালোবাসি-
মুখ ফুটে বলতে পারিনি,
চেতনার রঙে রাঙিয়েছি আমার ভালোবাসা কে,
তুমি কি বোঝোনি ?
বুঝেছো সব,
তাই তো বারবার, আরো আরো বারবার
বড়ো উৎসুক চাহনিতে দৃষ্টি হেনেছো-
আমার চোখের তারায়,
না বলা কথাগুলো বড়ো কথা বলে,
নিশব্দে আওয়াজ তোলে বুকে,
উচ্চতা দিয়ে নয়,
অনুভূতি দিয়ে মাপতে হয় গভীরতা ,
মুখের কথায় নয়,
চোখের ভাষায় প্রকাশিত হয় ভালোবাসা,
তাই, তোমাকে কোনোদিন বলিনি - ভালোবাসি ।
18. 10. 19