*** মনমোর মেঘের সঙ্গী ***
---- তন্ময় দে বিশ্বাস ----
তোমার মনটাকে একটুকরো মেঘ করে
আকাশে ভাসিয়ে দাও -
উড়তে উড়তে সে চলে যাবে সুমেরু থেকে আরো উত্তরে
প্রতিক্ষণে পাঠাবে মনক্যামেরার ছবি
সে ছবি ভেসে উঠবে তোমার মানসচক্ষে,
তোমার কল্পনা রূপ দেবে,
যেমন তুমি ইচ্ছে দেখতে চাও,
যেমনটা ঠিক, ঠিক এখনই তোমার
মনমেঘটা উড়ছে আমার কাছে,
তুমি ঠিক দেখতে পাচ্ছো আমায়
আমি নিশ্চিত ঠিক এখন ই তোমার মনের চোখে
আমার ছবি- আমার মতই আছে,
এই মেঘ যখন বৃষ্টি হয়ে ঝরবে-
তখন তুমি একলা ঘরের কোনে
উদাস হয়ে ভাবছো তোমার আপন
হারিয়ে যাওয়া মধুর সে কোন ক্ষণে,
হয়তো কোনো ভবিষ্যতের আলো
চিকচিকিয়ে ঝরছে অশ্রু হয়ে
মেঘ বলে যে মনটা উড়েছিল
বলছে তখন তুমিই তো সেই মেয়ে,
যে মেয়েটা বড্ড কঠিন স্বভাব
যে মেয়েটা স্বপ্নমেঘে ভাসে
যে মেয়েটা বড্ড আলুথালু
যে মেয়েটা সত্যি ভালোবাসে ।
###3.8.19 ####