আকাশ কালো ঘনঘটা,
ভয় হচ্ছে কেমনতরো
আবার যদি আকাশ ভাঙে
মনটা হবে উড়োউড়ো,
এই বাদলে মনটা যদি
হয়রে কোনো উড়োপাখি
ভিজবে ডানা ভিজবে পালক,
উড়তে তখন পারবো নাকি !
হয়তো হঠাৎ হুড়মুড়িয়ে
পড়বো তোরই বাড়ির ছাতে-
তুই কি আমায় দেখতে পাবি ?
তুই তো তখন বারান্দাতে,
তোর চোখেতে খেলছে তখন
বৃষ্টি ভেজা গাছ আর পাহাড়
আমি তখন ছটফটিয়ে
উড়তে গিয়ে পড়ছি আবার,
গুনগুনিয়ে মত্ত তখন,
তুই মজেছিস বর্ষা গানে
ছাতের থেকে একটু একটু
আসছে সেটা আমার কানে,
আমার ও তো ইচ্ছে তখন
তোর গলাতে মেলাই গলা
পৌঁছলোনা তোর কানেতে,
তুই তো দেখি বেজায় কালা !
আমি যতই গাইছি " ওরে ,
আয় সখি আয় আমার কাছে "
তুই কেবলই অন্য গানে,
" হৃদয়ে মোর ময়ূর নাচে "
ভাল্লাগেনা ধ্যাত্তেরি ছাই,
গানটা থামা, ওপরে আয়-
তোর ছাতেতে মরছি আমি ,
ছটফটিয়ে প্রাণটা যে যায়,
আয়না সোনা,তোলনা কোলে,
ধরনা একটু বুকের কাছে,
হাতটা বুলো পাখনা দুটোয়,
এখনো দেখ ভিজেই আছে,
একটু শুখোক পাখনাগুলো,
উড়িয়ে দিবি আবার হাওয়ায়,
ধরবো আবার নতুন আকাশ,
তোর ই হাতের একটু ছোঁয়ায়।।