ইস্কুল খান ছুটি দিছেক মাস্টার,
জানিস মা, আজ মে দিবসটো বঠে
কইছে সবাই আজ নাকি ,বন্ধ সবার কাজ
তবে মুর বাপটা আজ কেন কাজে গেলো মাঠে ?
মে দিবস টোকি বড়লোকের দিন ?
ব্যাঙ্কবাবু আর অপিসবাবু সব
বৌ বাচ্ছা লিয়ে হাঁকিয়ে গাড়ি
গেলো যেন বিরাট মচ্ছব !
হামার বাপটো খেটে খেটেই আলা
সমবছ্ছর একটু জিরান লাই
বলনারে মা বাপটাকে ইকবার
তিনজনাতে মে দিবস মানাই
ঐ দিনটো ছুটি লিবে বাপ
জিরান লিবে করবে নাকো কাম
সিদিন লাহয় উপোস দিব পেটে
মেঙ্গে কিছু খাওয়া যে হারাম,
মে দিবসটো কেন হয়রে মা ?
রোদ গরমে কষ্ট লাইগ্গে বলে ?
আমার বাপের মতো যারা গরীব
ছুটি লিলে কেমুন করে চলে ?
ছুটিছাটা বড়লোকে মানায়
গরীব লোকের কোনো ছুটি লাই
মরার পরে তখন চির ছুটি
সোহাগ ভরে মে দিবস মানাই।