*** মানুষ অমানুষ***
----- তন্ময় দে বিশ্বাস ----
কালো মানুষটা কি মানুষ ছিলো?
রঙ তার যমদূতের মতো কালো ছিলো!
তার শরীরে দানবীয় পেশীর আস্ফালন ছিলো,
তার গলায় বাঁচার জন্য কাতর অনুনয় ছিলো,
তার ভাষায় কিন্তু সভ্যতার ভাষা ছিলো,
সে বারবার "Please man, I can't breath" বলছিলো,
সে বারবার "You knees is on my neck " মনে করিয়ে দিচ্ছিলো-
সে বারবার "Ahh ahh, I will, I can't move" আর্তনাদ করছিলো-
তার মুখ পাথুরে রাস্তায় ক্ষতবিক্ষত হচ্ছিলো-
রক্ত গড়িয়ে গড়িয়ে নদী হচ্ছিলো-
তার বুকে তৃষ্ণা ছিলো,
সে কাতর কন্ঠে " I am facing hungry, my stomach hurts, my chest my neck, I can't breath, I will die" অনুরোধ করছিলো,
তার রঙ কালো ছিলো-
তার গলায় সভ্যতার ভাষা ছিলো-
ওহে সাদা চামড়ার সুসভ্য নাগরিক-
ধিক ধিক তোমায়, ধিক ধিক,
তোমার চোখেতে ঈর্ষা ছিলো
প্রাণে তোমার ভয় ছিলো
পিঠে তোমার রাজছত্রের বর্ম ছিলো
মনে তোমার হিংসা ছিলো,
তোমার সাদা চামড়ার দম্ভ ছিলো
চরিত্রে তোমার অমানুষের গন্ধ ছিলো,
গলায় তোমার অসভ্যতার আস্ফালনের ভাষা ছিলো,
একটা কালো মানুষের পেটে খিদে ছিলো
একটা কালো মানুষের বাঁচার ইচ্ছে ছিলো,
একটা অসহায় কালো মানুষের রক্তে চিরন্তন সাম্যের লড়াই ছিলো,
একটা কালো মানুষের রক্ত লাল ই ছিলো,
একটা কালো মানুষ সভ্য ছিলো,
তার গলায় সভ্যতার প্রতিবাদী ভাষা ছিলো,
ফেড্রিক একটা কালো মানুষ ছিলো ।।