*** মমচাঁদ ***
----- তন্ময় ------
চাঁদ তো আমার শকুন্তলা নয়-
নয়তো সীতা মন্দাদরী তারা,
চাঁদ তো আমার বড্ড ছেলেমানুষ-
তবু মিছেই কলঙ্ক দিস তোরা ?
চাঁদ তো আমার নয়কো ধনীর বেটি
নয়কো রাণী নয়কো রাজার মেয়ে
চাঁদ যে আমার বড্ড সরল সোজা
তবু কুটিল প্রশ্ন আসে ধেয়ে !
চাঁদ তো আমার নয় কলহপ্রিয়া
নয়কো বাচাল নয় মোটে ঝগড়াটি
চাঁদ যে আমার মুখচোরা লাজবতী
তোরাই বরং বড্ড হিংসেকুটী,
চাঁদ তো আমার রূপ্সা লীলাবতী
গতি আমার বক্ষআকাশ জোড়া
আমার মনের অন্দরে তার বাস
তার আলোতেই আমার ভুবন ভরা,
চাঁদ যে আমার স্নিগ্ধ শীতল প্রিয়া
নেই কামনা নেইকো অভিলাষা
চাঁদ যে আমার রক্ত শিরার স্রোত
চাঁদ যে আমার শুধুই ভালোবাসা ।