*ললাট লিখন*
--- তন্ময় দে বিশ্বাস ----
দুটো গভীর চোখের ওপর কপাল টা তোর মস্ত
ললাট লিখন লিখতে নাকি ব্রহ্মা সিদ্ধহস্ত
লিখে রাখেন কপাল জুড়ে ভাগ্য কেমন যাবে
জীবনজুড়ে কোথায় কখন কি হবে না হবে
ললাট লিখন পড়তে জানি, আমি সবার সেরা
বলে দোবো কিকি করলে কাটবে কিকি ফাঁড়া,
তোর কপালে কিকি আছে জানতে গেলে তবে
আমার ই ঠিক বাঁ পাশ ঘেঁষে বসতে তোকে হবে
মুখটা একটু এগিয়ে আন, তাকা চোখের পানে
তোর ললাটের লিখন পড়ে বলবো কানে কানে
এমা! তোর কপালে তো সুখ কম দুখ বেশি
চিন্তা নেই, সুখ বাড়িয়ে দোবো, শুধু বললে ভালোবাসি
তোর তো দেখি মাথার ভেতর মামদো ভুতের বাসা
একটা দারুন টোটকা দোবো ফল পাবি তার খাসা
শুধু আমার কথা ভাবতে হবে সকাল থেকে রাত
ভুতেরা সব পালিয়ে যাবে হবেই কুপোকাত
মনটা তোর খুব উড়ুউড়ু, দুষ্টুমি তো মেলা !
আমার নাম টা স্মরন করে জল খাবি দুবেলা,
যেসব টোটকা বলে দিলাম ঢুকলো কি মাথাতে?
মানবি কি মানবিনা সেটা সবটুকু তোর হাতে
একটা কথা বলতে পারি, মানিস যদি সব
দুখেরা সব পালিয়ে যাবে, দেখবি সুখের মহোৎসব।
#৩১.১.২৫. সকাল ৮ টা #