আজ,
হারলো রবি মেঘের ভারে কষ্ট তার
সকাল থেকে মুখ দেখেনি তার প্রিয়ার,
ঝরছে বাদল রিমঝিমঝিম সুর তুলে -
গাইছে পাগল সব সুর লয় তাল ভুলে ।

বেসুরো আজ লাগছে কালের দিনযাপন
মন হতে চায় লাজুক মেয়ের একলা মন
ভাবছে বসে তার প্রেমিকে গোপন টান
ইচ্ছে হাসে ইচ্ছে কাঁদে আকুল প্রাণ ,

ও মেয়ে তুই এক চিলতে জানলা খোল
তোর জানলার সারশি গুলোয় ছোঁয় বাদল
একটুখানি হাতটা বাড়া , ধর তাকে
আদর ভরে বুলোস মুখে আর চোখে,

তোর প্রেমিকের গোপন ছো়ঁয়ার অন্তহীন
ভরা বাদল বুক ছাপানো রাত্রিদিন
তোর নয়নের বৃষ্টি হয়ে যাক ধুয়ে
তুই যে আমার লজ্জাবতী সেই মেয়ে ।।