*** কুচিন্তা ***

----- তন্ময় দে বিশ্বাস ------

সমান্তরাল লাইন পাতা
রেলিং ধরে দাঁড়ায় যারা
ঝাপসা আলোর চকিত ছবি
আট থেকে দশ এরা কারা?

হয়তোবা কেউ একটু বড়ো
বুক জুড়ে ঢেউ স্বপ্ন বোনা
আকাশ, সেতো অনেক দূরে
স‍্যাঁতসেঁতে সুখ বড্ড চেনা,

চায়ের ভাঁড়ে গন্ধ সোঁদা
থাকুক জমা আপাতত
উঠছে ধোঁয়া কুন্ডলী পাক
প্রশ্ন নেহাত ব‍্যক্তিগত,

আকাশ ডাকে আকাশ ছুঁতে
হারিয়ে যেতে ইচ্ছাপুরে
লোলুপ পেটে আগুন জ্বলে
নেইপুরোণের রাত দুপুরে,

সন্ধ্যা নামে অতর্কিতে
রেলিং ধারে ঘেঁসাঘেঁসি
অন্ধকারেই আপোষ জমে
উলঙ্গ দর কষাকষি,

কানে গোঁজা গোলাম আলি
হয়তো গালিব নয়তো নিষাদ
লহরা হয় বিলম্বিতে
বুকের মাঝে ক্লান্ত বিষাদ

ভীড় করে সেই শ্রান্ত রেলিং
অপেক্ষা আর উৎসুকেরা
লাইন পাতা সমান্তরাল
স্বপ্ন দ‍্যাখে মিলবে এরা ।

11.2.22