#___খোঁজ___

* তন্ময় দে বিশ্বাস *

মনে যদি শান্তি না থাকে, তাহলে -
প্রাণে কবিতা আসেনা,
মনে ছন্দ আসেনা,
গলায় সুর ও আসেনা,
চোখে জল ও আসেনা ।

মনটা যেন কিসের জন্য ব‍্যকুল হয়ে ওঠে-
সেটা বোঝার জন্য মনোনিবেশ থাকে না,
মনোনিবেশ করার ধৈর্য্য থাকে না ।

মনোনিবেশ কি করে হবে ?
মন ই তো অশান্ত-
আর নিবেশ করাবোই বা কোথায় ?
প্রবেশেই তো বাধা !

মনীষীরা বলেছেন " মনোনিবেশ করো,
সোজা হয়ে বসো"-
সোজা হয়ে বসা যায় ?
পায়ের হাঁটু না মুড়লে বসা যায় ?
কোমর না বাঁকালে বসা যায় ?
হাতগুলো না ভাঁজ করলে বসা মানায়?
শরীর সোজা রেখে বসা সম্ভব?

সোজা হতে কবেই ভুলে গেছি,
বেঁকে, একটু ঝুঁকে দাঁড়ানোই তো শিষ্টাচার!
সোজা হয়ে দাঁড়ানোটা-
মাথা, ঘাড় সোজা রাখাটা ঔদ্ধত্য,
যেটা করা একদম অনুচিত !
মনীষীরাই বলেছেন-
আর, আস্তে আস্তে তথাকথিত ভদ্র, সভ‍্য, বিনয়ী,
সামাজিক পঙ্গু করে দিয়েছেন !

যাক, বসাতো হলো- এবার শান্তি ?

হ‍্যাঁ, শান্তি পাবে -
এরপর মনটাকে বাঁ পায়ের বুড়ো আঙ্গুলে স্থাপন করো-
করলাম-
এরপর আস্তে- আস্তে- গোড়ালি হয়ে হাঁটুতে-
(কতখানি আস্তে, সেটা আপেক্ষিক)
হাঁটু থেকে কোমরে- তারপর নাভিতে স্থাপন করো,

হোলো?

তারপর আর একটা মন নাও -

এবার ডান পায়ের বুড়ো আঙ্গুল- গোড়ালি- হাঁটু হয়ে কোমর হয়ে, ফের নাভিতে স্থাপন।

দুটি মনের মধ্যে একাত্মতা-

তারপর আস্তে আস্তে বুকের হৃদয়ে স্থাপন-

হোলো ? শান্তি পেলে ?

যাঃ, হোলোনা তো ?

কি করে হবে ?

হৃদয় বাবাজি যে ঠিক কোথায়, তাইতো জানা নেই!
জানাটা তো অনুমান সাপেক্ষ !
আর একদম ঠিকঠাক হৃদয়ে মনস্থাপন না হলে তো -
আপনি শান্তি পাবেন না -
পরম আত্মাকে জানতেই পারবেন না !
এতখানি শ্রম বিফলে যাবে !

অতএব , আপনার শান্তি খোঁজার শুরুকে-
শুরুতেই রেখে দিতে হবে-
শেষ করতে পারবেন না -

আর, শান্তি ও পাবেন না !!!!!!