*** কল্পনারী ***
---- তন্ময় দে বিশ্বাস ---
তুই তো আমায় বলেছিলি বাসতে ভালো
তোর জন্যেই রাতজাগা চোখ ঘুম হারালো,
চোখের নীচে পড়লো কালি পাগল হলাম-
এখনো তুই বলছিস এসব - কথা তোকে কবে দিলাম ?
তুই তো আমায় বলেছিলি বাসস্ট্যান্ডে করতে দেখা
তোর জন্যে বসে বসে সকাল থেকে রাত্রি দেখা
একদল, কুকুর ছাড়া বাসস্ট্যান্ডে কেউ ছিলোনা
এখনো তুই বলছিস তুই বলিসনিকো -সব ছলনা ?
তুই তো আমায় বলেছিলি পালিয়ে যাবি ছাড়বি বাড়ি
চাইনা কিছুই, আনতে কিনে শাঁখা সিঁদুর একটা শাড়ি
তোর জন্যে কিনতে শাড়ি হলাম মুটে- মাথায় ব্যথা
এখনো তুই বলছিস, তুই বলিসনিকো, মিথ্যে কথা ?
তুইতো আমায় বলেছিলি পাতবি বাসর ভুবনজুড়ে
আদর করে রাখবি আমায় ভালোবাসার কাঁথায় মুড়ে
তোর জন্যে সব ছেড়েছি, পাড়াপড়শি বন্ধু স্বজন
এখনো তুই বলছিস, তুই বলিসনি সব মিথ্যে কথন ?
তুই তো আমায় বলেছিলি এইকথা সব কানে কানে
আমি তখন নিদ্রা মগন গভীর ঘুমে নীল স্বপনে
তোকে নিয়ে ভাসছি তখন, বইছে নদী বাইছি তরী
এখনো তাই বলতে পারি,তুই যে আমার ভালোবাসা,
আমার ই চাঁদ, আমার সোনা কল্পনারী।