কালের চাকা ঘুরছে ঘুরুক কালের নিয়ম মেনে
কালবেলাতেই থামবে চাকা কালের বিবর্তনে ,
কালযাপনের কালকেতুরা কালের ধ্বজায় ওড়ে
কালনেমিরা কালঘুমে যাক কালবৈশাখীর ঝড়ে ।
কালবিলম্ব নয় আজ আর কালাতিপাত যবে
কালপুরুষে ঘুম কেড়েছে কালক্ষেপণ হবে,
কালজয়ী সময় যে আজ কালপাশেতে বাঁধা
কালনাগিনী বাসর রচে কালের গোলোকধাঁধা,
কালভৈরব ধরেছে আজ কালকূটের ঐ গান
কালোকেশে বান ডেকেছে কালোয়াতি টান,
কালের মাদল বাজছে শোনো মহাকালের তালে
কাল যা ছিলো অতীত সকল চিরকালের ভূলে ,
কালোমনে জ্বলুক আলো কালরাত্রি যাক
কালোমুখো দেশদরদীর কালনিদ্রা পাক
একাল ওকাল সকাল বিকাল আকাল জুড়ে থাক
কালান্তক যম কাল গুনছেন ইন্তেকালের ডাক ।