হাসছে বুদ্ধ হাসছে যিশু
মারছো বুলেট মরছে শিশু,
আমার কেন কষ্ট হবে !
আমি ও কি "মানুষ" তবে ?
কটা প্রাণের পরোয়ানা
টার্গেট টা নেই তো জানা
আর কতজন মারতে হবে !
আমি ও কি "মানুষ" তবে ?
ছোট্ট মাথা সর্বনাশা
ছোট্ট মুখে নেইকো ভাষা
নেই প্রতিবাদ লুটায় যবে
আমি ও কি "মানুষ" তবে ?
রক্ত ভেজা শুষ্ক মাটি
লাল সিরিয়া মৃত্যু ঘাঁটি
আমার কেন কষ্ট হবে !
আমি বোধহয় "মানুষ" তবে !