বিদগ্ধ মনে আসে নিমগ্ন সুখ
আমিই যে শেষকথা ভাবাটা অসুখ
দায়িত্ব পেয়েছো যেটা অপরের দান
আমিত্ব শেখায় মিছে আমি ভগবান,
যেথায় করেন বাস প্রবীন আর গুণী
সেথায় নিজেকে ভাবো অতি অজ্ঞানী
শান্তির সমীরন বহে কায়া জুড়ে
আমিত্ব সংহার জোড়ে মায়াবী শরীরে,
আজি হতে বহু বর্ষ পূর্বেতে চোখ
দুর্যোধন রচনা করেন আমিত্বলোক
শ্রীকৃষ্ণ শায়িত যবে নিদ্রা মগন
শিরপার্শ্বে উপবিষ্ট অহং দুর্যোধন
পদতলে বসেন অতি দীন সব্যসাচী
নিদ্রা শেষে কৃষ্ণ দেবেন দান অভিরুচি,
ভাঙিলে নিদ্রা যারে দেখিবেন আগে
স্বয়ং কৃষ্ণ ভগবান লড়িবেন তার ভাগে
অপরজন পাইবেন নারায়নী সেনা
সে কাহিনী সকলের আছে জানি জানা
নিদ্রাভঙ্গে শ্রীকৃষ্ণ দেখেন অর্জুন বদন
পরিশেষে নারায়নী সেনা পায় দুর্যোধন
শ্রীকৃষ্ণ যোগ দেন পান্ডব দলে
আমিত্ব দুর্যোধনের দর্শায় বিফলে,
প্রকৃত মানব শিক্ষা আমিত্ব বর্জন
অন্তর লভে জ্ঞান খুশী হয় মন ।।